মোঃ মোফাজ্জল হোসেন শ্রীপুর প্রতিনিধিঃ
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিরাগত দালালদের দৌরাত্ম্যে সাধারণ রোগীরা চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তিতে পড়ছেন। স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী দালাল প্রতিদিন হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করে রোগীদের বিভ্রান্ত করছে এবং শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বাহিরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠাতে চাপ দিচ্ছে।
উল্লেখযোগ্যভাবে অভিযোগ করা হয়েছে যে, ফজলুল হক, রিফাত, সুমন, জাহাজীর, রুহুল, সাগর, বেলায়োত, কল্পনা, নাজিমুদ্দিন, অনুবা, মুদ্ধফিও, সুর্বণা, রাদি, রুহান, রিপন, রাব্বি, জহুরা, শফিকুল, মাসুদ, লোকমান এবং শাহিদা — এরা সবাই দালালচক্রের সাথে জড়িত বলে জানা গেছে। সকলের স্থায়ী ঠিকানা শ্রীপুর, গাজীপুর।
বেসরকারি ক্লিনিকে যোগাযোগ করলে ক্লিনিক কর্তৃপক্ষ বলেন আমাদের লোকজন আছে কিন্তু তারা স্বাস্থ্য কমপ্লেক্সের বাহিরের থেকে রোগীর চিকিৎসা কথা বলে আমাদের ক্লিনিকে নিয়ে আসে আমরা কম টাকায় ভালো চিকিৎসা দেয়,সরকারি হাসপাতালে ৫টা পরীক্ষা থাকে ৩-৪ টা পরীক্ষা করতে পারে আর আমরা কম টাকায় অল্প সময়ে পরীক্ষা করতে পারি।
স্থানীয় একাধিক সূত্র জানায়, দালালদের কারণে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং জরুরি রোগীদের সময়মতো সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আমাদের কাছে কেউ অভিযোগ করলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান প্রত্যাশা করছেন এলাকাবাসী ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.