আশরাফুল আলম সরকার
পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাফারী পার্ক গাজীপুর থেকে লেমুর হারানোর বিষয়ে বলেছেন, এটা এক ধরণের বড় অপরাধ , এবিষয়ে তদন্ত শুরু হয়েছে । শুধুমাত্র চাকুরী চ্যুত করলেই সমস্যার সমাধান হবে না । এর জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে । যাতে সকলেই মনে রাখে এবং ধরণের কাজ আর কেউ করতে না পারে ।
বুধবার দুপুরে সাফারী গাজীপুরে লেমুর হারানোর বিষয়ে তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন ।
তিনি আরও বলেন, তদন্তের ক্ষেত্রে ক্রাইম এক্সপার্টকে যুক্ত করা উচিৎ, শুধু মাত্র বনের এক্সপার্ট এবং বন্যপ্রাণী এক্সার্ট হবে না । লেমুর হারানোর কিষয়ে কেন মামলা করতে দেরি হলো বা মামলা কেন নেয়া হলো না । এটা এক ধরণের ক্রাইম এগুলো খতিয়ে দেখা হবে ।
এছাড়াও , পার্কের ভিতরের স্পটগুলো ইজারা দেয়া হবে, না কি বন বিভাগ দেখবে, তা নিয়ে আলোচনার চলছে । পাশাপাশি পার্কের নিরাপত্তার ক্ষেত্রে স্থানীয়দের প্রশিক্ষণের মাধ্যমে সম্পৃক্ত করার বিষয়েও চিন্তা ভাবনা চলছে বলেও জানান, রিজওয়ানা হাসান ।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.