নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে
বিজ্ঞ আদালতের আদেশ অনুযায়ী। গাজীপুর, জেলা শ্রীপুর, সাব রেজিস্ট্রি অফিস শ্রীপুর আওতাধীন,
গাজীপুর ইউনিয়নের গাজীপুর মৌজস্থিত। এসে খতিয়ান ৭২৩,
আর এস খতিয়ান ৪৯৩, এসে দাগ ১৮০২,১৭৮৯,আর এস দাগ নং ৪৮৩,৩৫২১,নালিশী জমি ১৪৪ শতাংশ।
নালিশি জমিতে শৃঙ্খলা বজায় রাখার জন্য। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জনাব জয়নাল আবেদিন
গাজীপুর বিজ্ঞ আদালত আদেশ প্রদান করিয়াছেন।
নালিশি জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত
উভয় পক্ষকে জমিতে সকল প্রকার কাজ বন্ধ রাখার নোটিশ
প্রদান করেন।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়।আগামীর দেশ নায়ক তারেক রহমান বিএনপি'র নাম ভাঙিয়ে কোন প্রকার জমি দখল করতে বারন করেছেন। তারপরও ৭ নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সালাম জোরপূর্বক রাতের অন্ধকারে জমি দখল করে ঘর নির্মাণ শুরু করছেন।
প্রথম পক্ষের কাছে জানতে চাইলে, তিনি বলেন।
আমরা খবর পেয়ে আইনি সহযোগিতা চেয়েছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।
এ বিষয়ে শ্রীপুর থানার এস আই
হেলাল সাহেবকে জিজ্ঞেস করলে। তিনি বলেন আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে পরবর্তী নির্দেশ দেওয়া আগ পর্যন্ত সমস্ত কার্যক্রম বন্ধ রাখার কথা বলে আসছি। এবং নোটিশ প্রদান করেছি।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.