নিজস্ব প্রতিবেদকঃ-
গাজীপুরের শ্রীপুর উপজেলার পরিষদের হল রুম ক্ষণিকা সভাকক্ষে ১৮ মার্চ মঙ্গলবার গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ডক্টর এ কে এম রিপন আনসারী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ।
আয়োজক কমিটির সভাপতি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এম এম ফারুক এ-র স্বাগত বক্তব্য এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও সাংবাদিক তানভীর ইউ আহমেদের সার্বিক তত্বাবধানে বক্তব্য উপস্থাপন করেন সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল,
রেঞ্জ কর্মকর্তা মোকলেছুর রহমান রিপন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, পরিবেশ আন্দোলনের নেতা সাঈদ চৌধুরী সহ অন্যান্নরা।
উপস্থিতি তালিকা নিম্মরূপঃ
১ শিক্ষক সংগঠনের প্রতিনিধি
২. শ্রীপুর বাজার পরিচালনা কমিটি
৩. দুর্নীতি প্রতিরোধ কমিটি
৪. পরিবেশ আন্দোলন কমিটি
৫. নদী পরিব্রজন কমিটি
৬. এসআরটি কমিটি
৭. ব্লাড ডোনার কমিটি
৮. হাসপাতাল মালিক সমিতি
৯. বনিক সমিতি
১০. উপজেলা ঠিকাদার সমিতি
১১. নবারুণ ক্লাব
১২. দলিল লিখন সমিতি
১৩. সমস্ত সাংবাদিক সংগঠন
১৪. শ্রীপুর উপজেলা প্রশাসন
১৫. উপজেলা ভূমি অফিস
১৬. শ্রীপুর মডেল থানা
১৭. মাওনা হাইওয়ে থানা
১৮. শ্রীপুর রেঞ্জ অফিস
১৯. যুব উন্নয়ন অফিস
২০. দুর্যোগ ব্যাস্থাপনা কার্যালয়
২১. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
২২. উপজেলা ইঞ্জিনিয়ার অফিস
২৩. উপজেলা মাধ্যমিক অফিস
২৪. সাব রেজিস্ট্রার অফিস
২৫. শ্রীপুর পৌরসভা
২৬. শ্রীপুর টুরিজম বাইকার
২৭. শ্রীপুর টুরিস্ট সমিতি
২৮. শ্রীপুর উদ্যোগতা পরিবার
২৯. রিভার এন্ড নেচার ফাউন্ডেশন
৩০. শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরাম
৩১. শ্রীপুর সাহিত্য পরিষদ
৩২. রেল, শ্রীপুর
৩৩. শ্রীপুর ইমাম সমিতি
৩৪, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি।
৩৫. উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
৩৬. পল্লী বিদ্যুৎ সমিতি-২
৩৭. নির্মাণ শিল্প আর্কিটেক্ট
এছাড়াও সামাজিক সাংস্কৃতিক ও নানা পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা।
ইফতার পূর্ববর্তী মোনাজাত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা ওলামা পরিষদের সভাপতি এ-র আগে পবিত্র রমজানের তাৎপর্য এবং শিক্ষা নিয়ে আলোচনা করেন হেফাজত নেতা মাওলানা আব্দুর রহমান সাইফী সাহেব।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.