লালন সরকার, দেবীগঞ্জ।
পঞ্চগড়ের দেবীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকার অভিযোগ দুইটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি অবৈধ ইটভাটা বন্ধ করে দেন।
অভিযানের সময় দন্ডপাল ইউনিয়নের মেসার্স এমএস ব্রিকস ও মেসার্স কেএসবি ব্রিকস এর পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় অবৈধ ইটভাটা দুটির চুল্লি ভেঙ্গে ফেলে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়। একই সাথে পল্লী বিদ্যুতের সহযোগিতায় অবৈধ ইটভাটা দুইটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। লাইসেন্স না হওয়া পর্যন্ত অবৈধ ইটভাটা দুইটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান। এ সময় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউনুস আলী প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান বলেন, দেবীগঞ্জে উপজেলায় দীর্ঘদিন থেকে বেশ কিছু ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স ব্যতীত অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিলো। আজ অবৈধ দুইটি ইটভাটা বন্ধ করে দেওয়া হলো। পর্যায়ক্রমে লাইসেন্স না থাকা উপজেলার সবগুলো ইটভাটা বন্ধ করে দেওয়া হবে।
উল্লেখ্য, মেসার্স এমএস ব্রিকস এর ২০১৭ ও মেসার্স কেএসবি ব্রিকস এর ২০১৩ সাল পর্যন্ত লাইসেন্স নবায়ন ছিল। এরপর থেকে ইটভাটা দুইটি অবৈধ ভাবে পরিচালিত হয়ে আসছে।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.