লালন সরকার, দেবীগঞ্জ:
পঞ্চগড়ের দেবীগঞ্জে ইকরা মডেল মাদ্রাসার কচিকাঁচা তিন শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ''মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলা পানাহার ওঅশ্লীলতা- বেহায়াপনা পরিহার করুন, আহালান সাহালান মাহে রমাদান"এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য স্বাগত র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় পৌর এলাকার সবুজপাড়ায় অবস্থিত ইকরা মডেল মাদ্রাসা থেকে একটি স্বাগত র্যালী বের হয়।
র্যালীতে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। র্যালীটি দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাহে রমজান উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
ইকরা মডেল মাদ্রাসার পরিচালক শেখ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন ইকরা মডেল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এ.কে. ভূঁইয়া, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.