মোস্তফা আল মাসুদ, বগুড়া।
বগুড়া লতিফপুর কলোনীতে সন্ধায় ডাকাত দল বোরকা পরে ডাকাতি করে। মোছাঃ তামান্না (১৩), পিতা- মোঃ হেলাল উদ্দিন, পেশা-প্রবাসী, সাং- লতিফপুর কলোনী, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়ার মা মোছাঃ তাজমিনা বেগমকে বাসায় একলা রেখে গত ২৩-০২-২০২৫ খ্রিঃ তারিখে ঢাকায় যায়। ২৪-০২-২০২৫ খ্রিঃ সন্ধ্যা ১৮:২০ ঘটিকায় ভিকটিম বাসায় একা রুমে মোবাইলের হেডফোন কানে লেগে গান শুনতে ছিল এর মধ্য বোরখা পরা তিনজন অজ্ঞাত ব্যক্তি রুমে প্রবেশ করে রুমের ভিতরে ওয়াডড্রপের ড্রয়ার ভাঙ্গা শুরু করলে ভিকটিম ওয়ারড্রপ ভাঙ্গার শব্দ পেয়ে রুম থেকে বেরিয়ে দেখতে পায় বোরকা পরা তিনজন অজ্ঞাত ব্যাক্তি ওয়ারড্রপ ভাঙতেছে। ভিকটিমকে অজ্ঞাতনামা ব্যক্তিরা দেখতে পেয়ে ধাওয়া দিলে ভিকটিম ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। ভিকটিম ডাক চিৎকার করলে অজ্ঞাত নামা তিন জন বোরকা ব্যক্তি পালিয়ে যায়। ভিকটিমের মা মোছাঃ তাজমিনা বেগম দাবি অজ্ঞাতনামা ব্যক্তিরা সাত ভরি স্বর্ণ অলংকার, ১৬ লক্ষ টাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা চুরি করে নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.