কামাল উদ্দিন , স্টাফ রিপোর্টার।
জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার পক্ষে সংবাদ সম্মেলনে বলেন , প্রথমবারের মত জনসভায় যোগ দিতে আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারী) পঞ্চগড়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নেতাকর্মীর উদ্দেশ্যে নতুন বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে আমিরে জামায়াতের। তার আগমনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন দলটির পঞ্চগড় জেলা শাখার সদস্যরা।
পঞ্চগড় সহ আশে পাশের জেলার কয়েক লক্ষ জনতা জনসভায় অংশ নিবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন। জনসভার সার্বিক পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলন করেছেন জামায়াতে ইসলামীর পঞ্চগড় শাখা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক ইকবাল হোসাইন জানান লক্ষ লক্ষ লোকের সমাগম হবে এই সমাবেশে। আমীরে জামায়াতের নিরাপত্তায় পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের সহ আমাদের সেচ্ছাসেবক বাহিনী দিয়ে জনসভা নিয়ন্ত্রনের সকল প্রস্তুুতি নেওয়া হয়েছে।
তিনি আরো জানান পঞ্চগড়ে নানাবিধ সমস্যার পাশাপাশি সম্ভাবনাও রয়েছে। সমস্যাগুলো সমাধান করে সম্ভাবনা কাজে লাগানোর মাধ্যমে পঞ্চগড়কে একটি উন্নয়ন সমৃদ্ধির আদর্শ জেলা হিসেবে রূপান্তর করা।
পঞ্চগড়ে থাকবেনা সন্ত্রাসীদের দৌরাত্ত অশ্লীল কর্মকান্ড মাদক সেবন বিক্রি বিপনন, মাস্তানি দখলদারিত্ব আর চাঁদাবাজি। পঞ্চগড় হবে ভয়হীন বৈষম্যমুক্ত সবার জন্য কাজের সূযোগ। সেই প্রত্যাশাকে তুলে ধরতেই আসছেন জামায়াতে ইসলামীর এই বিশাল জনসভা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা নায়েবে আমীর মাওলানা মফিজউদ্দিন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, শহর শাখার সাধারন সম্পাদক মো. নাসিরউদ্দিন, জেলা মিডিয়া সম্পাদক শাহিদ আল ইসলাম, জেলা আইটি সদস্য দেলওয়ার হোসাইন সহ পঞ্চগড় জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেক্ট্রনিক সাংবাদিকরা উপস্থিত ছিল।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.