দেবীগঞ্জ প্রতিনিধি:
পঞ্চগড়ে চলমান ডেভিল হান্ট অভিযানে দেবীগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার রায়সহ চার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) বিকেলে ও রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার চার উপজেলায় অভিযান পরিচালনা করে তাদের গ্ৰেপ্তার করা হয়। বুধবার পুলিশ সুপারের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।
এরমধ্যে দেবীগঞ্জ , তেঁতুলিয়া, আটোয়ারী ও সদর থানা থেকে একজন করে মোট চারজনকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন, দেবীগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার রায়, আটোয়ারী থেকে ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হাসান ও বোদা উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলফাজ উদ্দীন।
তবে দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের বেশ কয়েকজন নিশ্চিত করেছেন, রিপন কুমার রায় দেবীগঞ্জ কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন না। দেবীগঞ্জ কলেজে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ভেঙ্গে দেওয়ার পর পূর্ণাঙ্গ কমিটি হয়নি। তবে রিপন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
প্রসঙ্গত, জেলার ৫ উপজেলায় ডেভিল্ট হান্ট অপারেশনে ১০ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩৬ জনকে আটক করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.