মোস্তফা আল মাসুদ,বগুড়া
গত ১১/০২/২০২৫ খ্রিঃ তারিখ চট্টগ্রাম জেলার Smile Food Products Ltd কোম্পানি হইতে মেসার্স সোবহানা ট্রান্সপোর্ট এর মাধ্যমে ট্রাকযোগে এক ট্রাক সোয়াবিন তেল ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা এলাকার উদ্দেশ্যে পাঠানো হয়। কিন্তু উক্ত ট্রাকের ড্রাইভার সহ একটি সিন্ডিকেট উল্লেখিত সোয়াবিন তেল প্রতারনার মাধ্যমে আত্বসাত করে নেয়।
উক্ত বিষয়ে সংবাদ প্রাপ্ত হয়ে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে গত ১৩/০২/২৫ খ্রি: তারিখ দুপুর বেলা বগুড়া জেলার শেরপুর থানাধীন মির্জাপুর এলাকায় মাকড়কোলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে নূর আলম এর বাড়িতে অভিয়ান পরিচালনা করে তার বাড়ির পরিত্যক্ত ঘর হইতে ১৮০ টি কার্টুনে মোট ২৮৮০ লিটার সোয়াবিন তেল উদ্ধার করে জব্দ করেন এবং উক্ত সিন্ডিগেটের একজন আসামীকে গ্রেফতার করেন।
উক্ত বিষয়ে কোম্পানির পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন ।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.