মোস্তফা আল মাসুদ,বগুড়া।
বগুড়ার শিবগঞ্জে পিস্তল, গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার মোকামতলায় সোনাতলাগামী রাস্তায় বাবুর মার্কেটের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গাইবান্ধার সিদাই এলাকার আলমগীর হোসেন (৩৪), ইউসুবপুর এলাকার আহসান হাবিব (৪২) এবং সিদাই এলাকার আনোয়ার হোসেন (৩৫)। তাঁদের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
বগুড়ার অতিরিক্ত জেলা পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.