মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ: ০৯/০২/২০২৫ ইং
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের জুগ্নীদাহ গ্রামে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ মাঠ দিবসের আয়োজন ০৯/০২/২০২৫ ইং তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর আওতায় স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস - ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব আ : জা : মু: আহসান শহীদ সরকার , উপপরিচালক , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর , খামারবাড়ি , সিরাজগঞ্জ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব মো: আখেরুর রহমান , মনিটরিং অফিসার , তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প , বগুড়া অঞ্চল , বগুড়া , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব মো: মশকর আলী , অতিরি্ক্ত উপপরিচালক ( শস্য ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: জিয়াউর রহমান অতিরিক্ত উপ - পরিচালক ( পিপি ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জ , উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন - শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব জেরিন আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার শুভজিত রায়, কৃষি সম্প্রসারণ অফিসার মো. নাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমন ধান কাটার পর জমি ফেলে না রেখে কৃষকরা এখন উন্নত জাতের সরিষা আবাদ করছেন। এতে দুই ফসলের জমি তিন ফসলের আওতায় চলে আসছে। দুই ধান ফসলের পাশাপাশি উৎপাদিত সরিষা দিয়ে কৃষকের পারিবারিক চাহিদা মেটানো হচ্ছে। বাড়তি অংশ বিক্রি করছেন ভোক্তার কাছে। ফলে ভোজ্যতেলের আমদানি কমবে আশানুরূপ পর্যায়ে। আর বৈদেশিক মুদ্রার হবে সাশ্রয়। মাঠদিবসে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.