শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে উপজেলা যুবদলের ফুগ্ম আহ্বায়কের নেতৃত্বে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হামলা ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় লাঞ্ছিত করা হয়েছে সহকারী বন সংরক্ষক নাসিমা আক্তারকে। কার্যালয়ে হামলার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ওই রেঞ্জ কর্মকর্তা নাসিমা আক্তার। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে এমন ঘটনা ঘটেছে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে।
জানাযায়, দুপুর একটার দিকে শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান লিটনের নেতৃত্বে প্রায় শতাধিক হামলাকারীরা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ের জানালার গ্লাস, আসবাবপত্র, মোটরসাইকেলসহ রেঞ্জ কর্মকর্তার ব্যবহৃত ল্যাপটপ ও ভাংচুর করা করে। এছাড়াও বন কর্মকর্তাদের আবাসিক ভবনেও হামলা চালিয়ে লুটপাত করা হয় ঘরের গুরুত্বপূর্ণ জিনিসপত্র। হামলার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি আতাহার শাকিল ও শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন মন্ডল। অন্য দিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহমেদ মশিউর রহমান লিটন। তিনি বলছেন স্থানীয়রা হামলা চালিয়েছে বন কর্মকর্তার কার্যালয়ে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, এই ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.