মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার
পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নে অটোরিকশা চাপায় হাবিবা (৬) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে মায়ের সাথে তার এক আত্মীয়কে অটোতে উঠিয়ে দেয়ার জন্য কাউখালী নৈকাটি সড়কের কাঠালিয়া বাস স্ট্যান্ডে গেলে এ ঘটনা ঘটে। নিহত হাবিবা গোসনতারা গ্রামের কাঠব্যবসায়ী কাওসার শরীফের মেয়ে ।
জানা গেছে, কাউখালী নৈকাটি সড়কের কাঠালিয়া বাস স্ট্যান্ডের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি অটোরিকশা স্কুলছাত্রীকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুরে হাবিবা মারা যায়।
গোসনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামাপ্রসাদ বলেন, ‘হাবিবা ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিলেন। সে ভালো ছাত্রী ছিল এবং নিয়মিত বিদ্যালয়ে আসতো।’
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনায় প্রতিদিন ঝরে যাচ্ছেন কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ।’
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান জানান, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মামলা হলে আইনিব্যবস্থা নেয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ‘বেপরোয়া অটোরিকশা ড্রাইভারসহ অদক্ষ ড্রাইভারদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়া হবে।’
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.