মোঃ সাহাজুদ্দিন সরকার, স্টাফ রিপোর্টার।
গাজীপুর মহানগরীর কাশিমপুর ১নং ওয়ার্ডে ভোটার হালনাগাদ শুরু হয়েছে যাদের ১/১/ ২০০৮ সাল এর আগে জন্ম তারা এই ভোটার তালিকায় হালনাগাদ এর আওতাভুক্ত থাকবে।
বুধবার ৫ ফেব্রুয়ারি গাজীপুর মহানগর এর কাশিমপুরের মাধবপুর ১ নং ওয়ার্ড ৭৩ নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর মহানগরীর ৫৭ টি ওয়ার্ডের মধ্যে সর্বপ্রথম ভোটার হালনাগাদ শুরু হয় ১ নং ওয়ার্ড থেকে।
গাজীপুর মহানগরীর নির্বাচন কমিশন থেকে আসা ভোটার হালনাগাদ কারী কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে কোন অনুপ্রবেশকারী ভারতীয় অথবা রোহিঙ্গা জনগোষ্ঠীর কেউ যেন এ হালনাগাদের আওতায় না আসতে পারে সে বিষয়ে কড়া ভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কাগজপত্র যাচাই করে তারপর তাদের হাল নাগাদ করছে বলে জানিয়েছেন তারা।
সকল কাগজপত্র ঠিক থাকলেই ছবি তুলে বায়োমেট্রিক পদ্ধতিতে সিগনেচার ও চোখের ছবি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে হালনাগাদ সম্পন্ন করে।
মাধবপুর ৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল থেকে ভোটার হালনাগাদ করতে আসা তরুণ তরুণীদের দাঁড়িয়ে থাকা দীর্ঘ লাইন দেখা যায়।
নতুন ভোটার হালনাগাদ করতে আসা কিছু মধ্য বয়সী মানুষদেরও দেখা যায়। যারা বিদেশ যাবার কারণে হালনাগাদ করতে পারেনি তাদের হালনাগাদ করা হয় ।
নতুন ভোটার হালনাগাদ করতে এসে মোঃ তামিম সরকার বলেন, আমি বাংলাদেশে নাগরিক সুবিধা পেতে ভোটার হালনাগাদ করতে এসেছি কিন্তু এখানে আসার পরে ৩ ঘন্টা যাবৎ লাইনে দাঁড়িয়ে আছি আরো একঘন্টা পর হয়তোবা হালনাগাদ এর কাজ শেষ হতে পারে আমার।
তরুণ তরুণীরা অনেকটা উৎসব মুখর ভাবেই হালনাগাদ কাজ সম্পূর্ণ কাজ শুরু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.