শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর বাজার এলাকায় প্রতিবাদ মিছিল শেষ করে আসার পথে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপি দ্রুত সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান মোল্লা এবং সাধারণ সম্পাদক আয়াত উল্লাহকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নয়নপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হন।
আহতরা হলেন গাজীপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সভাপতি রাকিবুল আলম বিল্লাল। ৭ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক জামাল উদ্দিন পালোয়ান। ৭ নং ওয়ার্ড বিএনপি'র সিনিয়র যুগ্ন সম্পাদক মিজানুর রহমান। যুবদল নেতা আমিনুল ইসলাম। স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ আহমেদ। ৮ নং ওয়ার্ডের যুবদল নেতা ইব্রাহিম কোবরা।
এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে পরে বাড়ি ফিরেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের এক ঘণ্টা আগে একটি পক্ষ স্থানীয় ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করে চলে যেতে বলে। মিছিল করে আসতে থাকে একটি পক্ষ কিছুক্ষণ পরই আরেকটি পক্ষ লাঠিসোঁটা নিয়ে মিছিল রত পক্ষের উপর ঝাপিয়ে পড়ায়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। মজিবুর রহমান মোল্লা ও আয়াত উল্লার পক্ষের কর্মীরা জামাল পালোয়ান গংদের ওপর হামলা চালায়। এ সময় আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
সংঘর্ষের পর বিষয়টি নিয়ে সাংগঠনিক তদন্ত শুরু করে শ্রীপুর উপজেলা বিএনপি। তদন্তে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলে মজিবুর রহমান মোল্লা ও আয়াত উল্লাহর বিরুদ্ধে। এর প্রেক্ষিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) উপজেলা বিএনপি তাদের বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেন।
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন, 'মারামারির ঘটনায় জড়িত দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই তাদেরকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দলীয় শৃঙ্খলা রক্ষা আমাদের সবার দায়িত্ব।'
স্থানীয়রা সংঘর্ষের ঘটনায় হতাশা প্রকাশ করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন। তবে তারা আরও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.