স্টাফ রিপোর্টার।
গাজীপুরে ল্যাভেন্ডার গার্মেন্টস ভাংচুরের ঘটনায় আটককৃত আসামীরা জামিনে ছাড়া পাওয়ায় ল্যাভেন্ডার এ কর্মরত চায়নীজ নাগরীকরা আতঙ্কিত।
গাজীপুরের কালিয়াকৈর এ গত বুধবার (২২ জানুয়ারি) সকালের দিকে উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড নামক কারখানায় ব্যপক ভাংচুরের ঘটনা ঘটে।
গাজীপুরে অবস্থিত চীনা মালিকানাধীন ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেডে গত বুধবার সকালে ভয়াবহ হামলার ঘটনা ঘটে।
এই হামলাটি চালিয়েছে স্থানীয় এটিএস অ্যাপারেলসের উচ্ছৃঙ্খল শ্রমিকরা ল্যাভেন্ডার গার্মেন্টস এর প্রধান ফটক ভেঙ্গে অভ্যন্তরে প্রবেশ করে ব্যপক ভাংচুর চালিয়ে প্রায় ২.৫০-৩ কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে।
কর্মকর্তারা বলেন,
এই হামলার পর পুলিশ আসামীদের আটকের ব্যাপারেও উদাশীনতা লক্ষ্য করা যাচ্ছে আর কয়েকজন আসামী ধরলেও তারা দুয়েকদিনের ব্যবধানে ছাড়া পেয়েছে।
এইসমস্ত ছাড়া পাওয়া আসামীরা বিভিন্নভাবে হুমকি ধামকী প্রদান করছে। এর ফলে ল্যাভেন্ডার গার্মেন্টসে কর্মরত চীনা নাগরিকরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
চায়নীজ টেকনিশিয়ান মিষ্টার ডেভিড বলেন, "আমাদের বেশ কিছু সহকর্মী ইতোমধ্যে চায়নাতে চলে গেছে এবং অদ্য ০২/০২/২০২৫ইং তারিখের ফ্লাইটে আরো তিনজন সহকর্মী চায়নাতে চলে গেছেন এবং তারা আদৌ ফিরবে কিনা তা নির্ভর করছে বাংলাদেশে সরকারের নিরাপত্তা ব্যবস্থার উপর। কেননা আমরা জানতে পারলাম যে, যেসমস্ত আসামীগন আটক হয়েছিল তারা অনেকেই জেলখানা থেকে বের হয়েছে এবং বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করছে যা আমাদের জন্য ভীতিকর। আমরা এই দেশের স্থানীয় রীতি-নীতি সম্পর্কে এতটা যানি না তাই সরকারের উচিৎ এটা গুরুত্বসহকারে পর্যবেক্ষন করা। যেখানে সব কিছুর স্পষ্ট প্রমান আছে। আমাদের বিনিয়োগকারীগন প্রাথমিকভাবে আমাদের অবহিত করেছেন যে, তারা তাদের বিনিয়োগ অন্য দেশে স্থানান্তরের চিন্তাভাবনা করছেন।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.