শ্রীপুর ( প্রতিনিধি) গাজিপুর
গাজীপুরের শ্রীপুর মডেল থানায় গাঁজা সহ ২ জন গ্রেফতার।গাজীপুরের শ্রীপুর থানাধীন শ্রীপুর পৌর পৌরসভার ২ নং ওয়ার্ডের শ্রীপুর টু রাজাবাড়ি আঞ্চলিক সড়কের শ্মশানগেট সংলগ্ন মনির ওরফে (মৈননার) ছেলে আরিফ মিয়ার বসতবাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুইজনকে আটক করা হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে, আরিফ মিয়ার বসতবাড়িতে অভিযান চালান শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জয়নাল আবেদীন মন্ডলের নেতৃত্বে, এস আই মাহবুবুর রহমান ও সঙ্গীয় ফোর্স। অভিযানে আলামিন মিয়া(৩০) ও ফাতেমা আক্তার কল্পনা (২৫) নামের দুইজনকে আটক করা হয়। আটককৃতদের সাথে থাকা ৪.৫ কেজি গাঁজা
অবৈধ গাজা বিক্রির নগদ ২৪০০০ টাকা ও গাঁজা বিক্রির একটি ডিজিটাল মিটার জব্দ করা হয়। এসময় পালিয়ে যায় আরিফ দম্পতি।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবদীন মন্ডল বলেন আমরা গোপন ভিত্তিতে জানতে পারি মাদকের একটি বড় চালান আসতেছে সে ভিত্তিতেই এই অভিযানটা পরিচালনা করা হয়েছে দুইজন আসামি আটক সহ অবৈধ গাঁজা এবং অবৈধ গাজার২৪ হাজর টাকা সহ একটি গাজা মাপার মেশিন জব্দ করেছি দুইজন আসামি আরিফ আর স্বপ্না পালিয়ে গেছে পালানো আসামীদের ধরার জন্য চেষ্টা চলমান রহিয়াছে আর যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মামলা রুজু করা হচ্ছে
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.