মোঃউজ্জল মিয়া স্টাফ রিপোর্টারঃ
শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের নতুন বাজারের আঞ্চলিক সড়ক থেকে চুরি করে নিয়ে যায় ইট। যার ফলে অসুবিধায় পরে সাধারণ এলাকার মানুষ।
সরজমিনে গিয়ে দেখা যায় নাটোর বাজার হতে কেড়ানির বাড়ি হয়ে জৈনা বাজারের আঞ্চলিক সড়কটির সাথে যুক্ত হয়, কিন্তু এলাকা নিরজন হওয়ায় আঞ্চলিক সড়কের ইট চুরি করতে হয় সুবিধা দুর্বৃত্তদের।
এলাকা বাসী জানায় আমরা সন্ধা হলেই ঘরে চলে যায় এলাকা নিরজুম হওয়ায় সন্ধা হলেই করে চুরি দুর্বৃত্তরা। এবার একটু বিভিন্ন রকমে করেছে চুরি, যুবলীগ নেতার আগুনে পোড়া বাড়ির সামনে থেকে নতুন বাজারের যে রাস্তাটি যায় ঐরাস্তার ইট এবং যুবলীগ নেতার বাড়ির চাপকল সহ সরকারি সড়কের ইট একই রাতে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এই বিষয়ে বলদীঘাট ২ নং ওয়ার্ড মেম্বার কে মুঠো ফোনে কল দিলে প্রথমে ব্যস্থ দেখিয়ে কেটে দেয়, পরবর্তীতে কল দিলে মেম্বার আশরাফুল ডালি জানায় আমি এবিষয়ে কিছু জানি না।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.