হাবিবুর রহমান (পীরগাছা প্রতিনিধি)
রংপুরের পীরগাছায় বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে তাম্বুলপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আলমগীর কবির, সদস্য সচিব খলিলুর রহমান, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল করিম সরকার, ইউনিয়ন যুব দলের আহবায়ক রাশেদুল ইসলাম রবি , যুগ্ন আহবায়ক মোকতার হোসেন প্রমূখ।
তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আলমগীর কবির বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী ও ধর্মীয় যে দর্শন দিয়েছিলেন- তার মূল শিক্ষাটাই হচ্ছে সমাজের বঞ্চিত-অবহেলিত মানুষের পাশে থাকা।শীতের তীব্রতা বাড়ছে। এ পরিস্থিতিতে অসহায় মানুষের পক্ষে জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির আহবায়ক এমদাদুল হক ভরসার পক্ষ থেকে আমরা সাধ্যমতো এসব অসহায়, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.