কামাল উদ্দিন
স্টাফ রিপোর্টার
পঞ্চগড়ে দরিদ্র এবং অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পরে বোদা উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনে পঞ্চগড় ক্যাম্প কমান্ডার ২৯ বীর এর লেফটেন্যান্ট কর্নেল (সিও )ইউসুফ চৌধুরী শীতার্ত অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
এসময় দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইমরুল কায়েস বোদা সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ খালিদ হোসেন উপস্থিত ছিলেন।
দেবীগঞ্জ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মকবুল হোসেন, বোদা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আসাদুজ্জামান ভুইঁয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় দেবীগঞ্জ ও বোদা উপজেলায় দুই শতাধিক দরিদ্র শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.