স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাগাছ এলাকায় বড় ভাই কর্তৃক ছোট বোনের জমি আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌর ৩ নং ওয়ার্ডের মৃত শাহাজ উদ্দিনের দুই ছেলে ফজলুল হক ও নুরুল হকের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন মৃত শাহাজ উদ্দিন এর মেয়ে মোসাঃ রোকেয়া।
২০১৯ সালের জুলাই মাসে জর্ডান থাকা অবস্থায় মোহাম্মদ ফজলুল হক ও মোঃ নুরুল হকের নিকট থেকে ৬.৫০ শতাংশ জমি ক্রয় করেন মোছাঃ রোকেয়া। পরবর্তীতে উক্ত জমিতে তিন তলা ভবন নির্মাণ করেন তিনি। দেশে ফিরে অসুস্থ হওয়ার কারণে জমি সহ বাড়ি বিক্রি করতে চাইলে মোঃ ফজলুল হক রোকেয়া বেগমকে বাড়িটি ফজলুল হকের কাছে বন্ধক রাখার জন্য আর্জি জানায়। মোসাঃ রোকেয়া বিশ লক্ষ টাকার বিনিময়ে বাড়িটি বন্ধক রাখতে রাজি হলে ফজলুল হক ১০ লক্ষ টাকা প্রদান করে। পরবর্তীতে মোসাঃ রুকেয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানোর কথা বলে ৪ লক্ষ ৪০ হাজার টাকা গ্রহণ করেন ফজলুল হক।
মোসাঃ রোকেয়া পুনরায় অসুস্থ হয়ে গেলে ফজলুল হকের নিকট বিদেশে পাঠাতে ৪ লক্ষ ৪০ হাজার টাকা সব বাড়ির বন্ধুকে বাকি ১০ লক্ষ টাকা চাইলে ফজলুল হক ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে। টাকা চাওয়ার জন্য ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে ফজলুল হকের মালিকানাধীন এশিয়া ক্লিনিকে যান মোছাম্মদ রকেয়া বেগম এবং উনার মা মরিয়ম বেগম। মোছাঃ রুকেয়া ফজলু হকের নিকট টাকা চাইলে ফজলুল হক রোকেয়া বেগমকে চট থাপ্পড় সহ মারধর করে জখম করে। এই সময় মরিয়ম বেগম রোকেয়া বেগমকে উদ্ধার করে নিয়ে আসেন।
এই ব্যাপারে মোছাম্মৎ রোকেয়া জানান ২ নং বিবাদী মোহাম্মদ নুরুল হকের ও পরামর্শে ফজলুল হক আমার বাড়ি আত্মসাৎ করার পাঁয়তারা করছে। আমি টাকা চাইতে গেলে আমাকে ফজল হক মারধর করে এবং আমার ছেলে হৃদয় কে মারধর করতে উদ্বুদ্ধ হয়েছে। তিনি এই ব্যাপারে বলেন আমি শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়য়ের করেছি।
এ ব্যাপারে একাধিকবার বিবাদীদের সাথে যোগাযোগের চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জয়নাল আবেদীন মন্ডন জানান অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.