রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি খাদে পড়ে চালক নিহত হয়েছে। । নিহত চালক তুফান ইসলাম রাসেল (২৫) জেলার ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব বাগভান্ডার গ্রামের আজিজ মিয়ার ছেলে।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ভুরুঙ্গামারী থেকে বাগভান্ডা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে ৷
পুলিশও স্থানীয়রা জানায়, ভটভটি চালক তুফান ইসলাম রাসেল তার গাড়ি নিয়ে ভুরুঙ্গামারী থেকে বাগভান্ডার যাওয়া পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে চালকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.