শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
দৈনিক দেশ প্রতিদিনের গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রতিনিধি ওসমান গনী মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার বরমী টু সাতখামাইর রোডে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ওই দিন সংবাদ সংগ্রহ করতে শ্রীপুর থেকে বরমীর উদ্দেশ্যে সংবাদকর্মী ওসমান গনী মোটরসাইকেল নিজে চালিয়ে রওনা হন।
এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তাচ্যুত হয়। এতে তার মাথায় ফেটে যায়। খবর পেয়ে আরেক সহকর্মী মুনসুরুল ইসলাম মাসুম তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
স্থানীয় সংবাদকর্মী মুনসুরুল ইসলাম মাসুম জানান, অবস্থা আশঙ্কা জনক হওয়ায় বৃহস্পতিবার রাতেই উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত সংবাদকর্মী ওসমান গনীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.