মোঃ মোফাজ্জল হোসেন
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট মোঃ ফারুক মৃধার বাড়িতে একাধিকবার হামলা করে চলে এলাকার কিছু অত্যাচারিরা, যার ফলে মোঃ ফারুক মৃধার পরিবার বাড়িতে থাকা অসহ্যনীয় হয়ে উঠে।
ফারুক মৃধার পরিবার সংবাদকর্মীদের জানায় আমাদের বাড়িতে সরকার পতনের দিনই আগুন লাগিয়ে আমাদের ঘর-বাড়ি থেকে নগত ৫ লাখ টাকা এবং ঘর ও বাহিরের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় লুটপাট করে। যার ফলে আমাদের পরিবারের অবস্থা অনেক খারাপ হয়ে যায়।
এই বিষয় নিয়ে আমরা শ্রীপুর মডেল থানায় অভিযোগ করেছি, ডিউটি অফিসার তদন্ত করে গেলে তারপর আর কোন প্রকার পদক্ষেপ নেয়নি।
ভুক্তভোগী সংবাদ কর্মীদের জানাই মোঃ আশরাফুল ডালী, এমদাদুল ডালী, আতিকুল ডালি, ও মোঃ ইসমাইল, পিতা লতিফ তাদের লোক জন নিয়ে গত ৫ আক্টোবর ২০২৪ ইং তারিখে পুনরায় হামলা করে আমার ঘর-বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে এবং গত ৭ অক্টোবর ২০২৪ইং তারিকে একই হামলা কারীরা আমার মুরগীর পল্টি ফার্মের নেট খোলে নিয়ে চলে যায় এবং হামলা কারীরা আবারও আমাদের ঘর বাড়ি থেকে পুড়ানো টিন লোহা পানির মটর ইত্যাদি চুরি করে নিয়ে যায়।
২নং ওর্য়াড মেম্বার আশরাফুল ডালী কে সংবাদকর্মীরা মোট ফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।
এলাকাবাসীরা জানায় রাতে আধারে কে বা কারা এই কাজটি করেছে তারা বলতে পারে না তবে যারা এই সব অপকর্মের সাথে জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক। এই সব দুর্ঘটনার জন্য এলাকাবাসীরাও রয়েছে ভয়ের মাঝে, সংকটে কাঁদছে তাদের দিনগুলো।
মোঃ ফারুক মৃধা এই নির্মম অত্যাচারের কারণে বহুদিন ধরে রয়েছে এলাকা ছাড়া, ফিরতে পারছে না নিজের সরজমিনে,পাচ্ছে না সঠিক বিচার। অত্যাচারীদের বিরুদ্ধে সঠিক বিচার না পেয়ে
ভুক্তভোগী মোঃ ফারুক মৃধা আইনের সহযোগিতার জন্য ঘুরছে আইনের এ বারান্দা থেকে ও বারান্দায় তাও মিলছে না সঠিক বিচার।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.