মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ফ্রি চক্ষু শিবিরের নামে ভুয়া ডাক্তার সেজে রোগী দেখে ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার করিমপুর ত্রিমুনী বাজারে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুন আরা।
জিন্নাতুন আরা জানান, করিমপুর ত্রিমুনী বাজারের একটি ঘরে ফ্রি চক্ষু শিবিরের ব্যানারে এস এম মিলকান আলী তুহিন নামের ব্যক্তি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের সেবা প্রদান করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে বিএমডিসি আইন ২০১০-এর ২৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। এ সময় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নির্ঝর এবং ক্ষেতলাল থানা পুলিশের একটি দল।
এ ধরনের ভুয়া চিকিৎসাসেবা সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এ বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
জয়পুরহাটের স্থানীয় প্রশাসন সাধারণ জনগণকে ভুয়া চিকিৎসকদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.