হাবিবুর রহমান পীরগাছা (রংপুর) প্রতিনিধি -
রংপুরের পীরগাছা ৫ শতাধিক পরিবারের অসুস্থ্ রোগিদের অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় ও ওষুধ বিতরন করা হয়।শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মিরাপাড়া প্রাঃ বিদ্যালয় মাঠে মিরাপাড়া যুব নাগরিক ও শিক্ষার্থী সমাজের আয়োজনে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প সেবায় কৈকুরি ইউনিয়নের ১ হাজার রোগিকে অভিজ্ঞ বিশেষকজ্ঞ ডাক্তার দ্বারা পরীক্ষানিরিক্ষা , চিকিৎসা ,পরামর্শ ও ফ্রি ওষুধ প্রদান করা হয়েছে ।মেডিকেল ক্যাম্প উদ্বধোন করেন, সমাজ সেবক রংপুর জেলা বিএনপির অন্যত্তম সদস্য কর্ণেল অব আব্দুল বাতেন সরকার।পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, যুবকদের এ ধরনের উদ্যোগে সমাজের জন্য খুব ভালো ও প্রশাংসার কাজ।
এ সময় উপস্থিত ছিলেন পীরগাছা থানার অফিসার ইনর্চাজ ইনচার্জ নুরে আলম সিদ্দিকী ।আয়োজনকারী যুব সমাজের সদস্যরা বলেন, তাদের এধরনের কাযক্রম প্রতিনিয়ত চলমান থাকবে। ইউনিয়ন থেকে শুরু করেছে পরে এর সেবার মান আরো বৃদ্ধি করতে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.