মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আব্দুল আহাদ সনি(১২)
নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ ওই ছাত্র পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর ভাটখৈর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। শিশুটি জিনারপুর ইকরা মডেল কওমি মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায় ১ ডিসেম্বর রবিবার বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় আড্ডা বাজারে হাঁস বিক্রি করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন I যার নম্বর ৭২ ।ছেলেটির উচ্চতার ৪ ফিট ২ ইঞ্চি মুখ মন্ডল লম্বা গায়ের রং শ্যামলা উজ্জ্বল পরনে ছিল খয়রী কালারের পাঞ্জাবি মাথায় টুপি ও সাদা পায়জামা ছিলো।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার বলেন আজকে তোহরুল নামের এক ব্যক্তি থানায় জিডি করেছে।তাকে উদ্ধারের জন্য পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যে আমরা তাকে উদ্ধার করতে পারবো।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.