রাজ রোস্তম আলী
মেইল ট্রেনের হুইসেল বাজছে
প্রিয়ার কানে একি সুমধুর
রানার ছুটেছে চিঠির মেইল নিতে
রাত্রি যে হল ভোর।
বক্সে চিঠির ভোরের আওয়াজ ভাসছে
ভালোবাসার করুন সুর,
চিঠির মেইল নিয়ে চলছে রানার
পোস্ট অফিস বহুদূর।
পিয়ন ছুটছে বেগে চিঠি নিয়ে
গান গেয়ে গুন গুন,
সাইকেল চালিয়ে সে যাত্রা করে
ভোরের আওয়াজ শন শন।
আমি বন্ধুর চিঠি আনতে যাব
চিঠির নেই কোন খোঁজ,
পিওন চিঠি পৌঁছে দেবে কখন
দেরি সহেনা রোজ।
ভালবেসে আমি চির অমর হব
যেমন অমর মমতাজ।
আমায় না পেয়ে ফুটবে গোলাপে
চিঠির ভোরের আওয়াজ।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.