শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন টেপির বাড়ী এলাকা থেকে সেই বিয়ে প্রতারক মোজাম্মেল (৪০) নামে যুবককে আটক করেছে পুলিশ। ১৮ নভেম্বর সোমবার দুপুরে টেপির বাড়ী ছাতির বাজার মোঃ নুরু মিয়ার ছেলে মোজাম্মেল কে তার নিজ বাড়ি থেকেই অপহরণ ও ধর্ষণ মামলায় ২৯ নং মামলা ধারা ৭/৯/(১)/৩০, গ্ৰেপ্তার হয়।
এলাকাবাসীর অভিযোগ মোজাম্মেল হক কিছু দিন পর পর বিয়ের নামে প্রতারণা করে চলেছে। সে এলাকার গরিব লোক দেখে মেয়েদের টাকার লোভ দেখিয়ে বিয়ের নামে প্রতারণা করে আসছে। এক সন্তানের মা হলে তাকে ছেড়ে দেয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক অহিদ মিয়া জানান, ১৬ বছরের মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে টেপির বাড়ী এলাকা থেকে মোজাম্মেল হককে গ্ৰেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক বিয়ে করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা রুজু হয়। তাকে মঙ্গলবার দিন গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, অপহরণ ও ধর্ষণ মামলায় মোজাম্মেল হক নামে এক যুবককে গ্ৰেপ্তার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এবং মেয়েকে পরীক্ষার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন কলেজ মেডিকেলে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.