মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটে ১ ঘন্টার প্রতিকী পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন জয়পুরহাট মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আমিনা ইসলাম রোজা।
সোমরার ১১ টায় জয়পুরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাবের কাছ থেকে তিনি ১ঘন্টার জন্য দায়িত্ব বুঝে নেন। প্ল্যান ইন্টারন্যাশনাল এর 'গার্লস টেকওভার' কর্মসূচির আওতায় 'ইয়েস বাংলাদেশ' এর সহযোগিতায়' ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) এর নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচীর আওতায় এই দায়িত্ব প্রদান করা হয়।
দায়িত্ব প্রদানকালে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, আজকের শিশু আগামীর প্রশাসক। একদিন এই শিশুরাই বড় চেয়ারে বসবে। তাদের বর্তমানের চিন্তা চেতনাগুলো ভবিষ্যতে কর্মজীবনে বাস্তবায়ন করবে।
এসময় প্রতিকি পুলিশ সুপার আমিনা ইসলাম রোজা সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং ইভটিজিং,মাদক,বাল্য বিবাহ জয়পুরহাটে সড়কে যানজট, চাঁদাবাজি, কোচিং বানিজ্য, সাইবার ক্রাইমসহ নানা অপরাধ দমনে প্রস্তাবনা দেন।
বিষয় গুলোর প্রতি নজর দিয়ে পুলিশের সঠিক ভূমিকা পালনের আশা করেন।পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব এসব বাস্তবায়নের আশ্বাস দেন।
একঘন্টার দায়িত্ব শেষে রোজার হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশ এর ডিষ্ট্রিক্ট ভলান্টিয়ার সালেহুর রহমান সজিব, শান্তনা পারভীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) আফজাল হোসেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাহেদ আল মামুন,জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.