টিপু সুলতান
বিশেষ প্রতিনিধি
গাজিপুর জেলা -শ্রীপুর চকপাড়া মাওনা ইউনিয়নে তানজিলা আক্তার এর উপরে নির্যাতনের অভিযোগ উঠেছে
অভিযুক্তরা হলেন গাজিপুর জেলা শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত নছুম উদ্দিন ওরফে নন্ধু মিয়ার , ছেলে রমিজ উদ্দিন রমিজ উদ্দিন স্ত্রী হুরাইনা ।রমিজ উদ্দিনের দুই ছেলে রবিন।রিমন - সহ অজ্ঞাত নামা ৩/৪জন বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তানজিনা আক্তার অভিযোগে বলেন।বিবাদীগন খারাপ, উশৃংখল ও পরধন লোভী প্রকৃতির লোক। ১নং বিবাদী বেশ কিছুদিন পূর্ব হইতে আমার স্বামীর অনুপস্থিতির সুযোগে আমাকে তাহার সাথে খারাপ কাজ করার জন্য কুপ্রস্তাব দিয়া আসিতেছে। আমি ১নং বিবাদীর প্রভাবে রাজি না হওয়ায় বিবাদী আমাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদানসহ বলে যে, আমি ১নং বিবাদীর কথায় রাজি নাই তাহলে আমাকে, আমার স্বামীকে ও আমার সন্ধানদের মারপিট সহ খুন জখম করিবে বলিয়া হুমকি দিয়া আসিতেছে। ইং ০৯/১১/২০২৪ তারিখ বেলা অনুমান ১১.০০টার সময় উল্লেখিত বিবাদীগন পরস্পর যোগসাজলে, পূর্ব পরিকল্পিত আবে না, লাঠি, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া আমার স্বামীর অনুপস্থিতিতে আমার স্বামীর বাসতবাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তখন আমি প্রতিবাদ করলে বিবাদীগন আমাকে খুন জখমের উদ্দেশ্যে এলোপাথারী কিল, ঘুষি, লাথি মারিয়া ও লাঠি দিয়া শরীরের বিভিন্ন স্থানে আধাত করিয়া মারাত্বক ব্যথাযুক্ত নিলাফুলা জখম করে। একপর্যায়ে ১নং বিবাদী আমার পড়নের কাপড়ে ধরিয়া টানা যেগুড়া করে অর্থবিস্ত্র করিয়া শ্রীলতা হানী করে এবং আমাকে হত্যার উদ্দেশ্যে তাহার দুই হাত দিয়া আমার গলায় চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করিয়া হত্যার চেষ্টা। ২নং বিবাদী লাঠি দিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিয়া মারাত্বক ফুলা ব্যথাযুক্ত নিলামুলা জখম করে এবং মাথার চুলের মুঠিতে ধরিয়া টানা হেচড়া করিয়া চুল ভুড়িয়া মারাত্বক জখম করে। ৩নং বিবাদী আমার গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন মূল্য অনুমান ৫৫ হাজার টাকা হইবে নিয়া যায়। ৪নং বিবাদী একটি টার্চ মোবাইল সেট মূল্য অনুমান ১৮০০০/- টাকা হইবে নিয়া যায়। তখন আমার শ্বাশুরী মোসা: জহুরা আগাইয়া আসলে বিবাদীগন তাহাকেও মারধর করিয়া জখম প্রাপ্ত করে। ঐ সময় ২-৪নং বিবাদীদের সহযোগিতায় আমাকে মাটিতে সুয়াইয়া ধরিয়া রাখে এবং ১নং বিবাদী আমাকে হত্যার উদ্দেশ্যে তাহার হাতে থাকা বিশ আমার মুখে ডালিয়া দেয়, যাহার ফলে আমার মুখ দিয়া লালা বাহির হইতে থাকে থাকিলে বিবাদীগন আমার মৃত্যু নিশ্চিত ভাবিয়া বিভিন্ন ধরনের হুমকি দিয়া চলিয়া যায়। ঐ সময় আমার অবস্থা গুরুত্বর দেখিয়া আমার অপর চাচা শ্বশুর জন্থর উদ্দিন আমাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়া আসে। কর্তব্যরত ডাক্তার আমার মুখের বিশ ওয়াশ করে। সংবাদের ভিত্তিতে আমার স্বামী হাসপাতালে আমি ঘটনার আলামত দেখে ও আমার নিকট হইতে ঘটনার বিস্তারিত শুনে। পরবর্তীতে আমি মোটা মুটি সুস্থ হইয়া বাড়ীতে চলিয়া যাই। ইং ১০/১১/২০২৪ তারিখ সকাল অনুমান ৮.০০টার পুনরায় বিবাদীগন আমার স্বামীর বাড়ীতে আসিয়া আমাকে মারপিট করিয়া গুরুত্বর জখম করে এবং প্রকাশ্যে হুমকি দেয় যে, আমাকে বা আমার স্বামীসহ পরিবারের লোকজনদের সময় সুযোগমত রাস্তাঘাটে পাইলে মারপিটসহ খুন জখম করিবে, আমাদের বাড়ী ঘরের ক্ষতি সাধন করিবে এবং নিজেরা যে কোন প্রকার অঘটন ঘটাইয়া আমাদের নামে মিথ্যা মামলা দিয়া হয়রানী করিবে বলিয়া হুমকি দেয়। পরে আমার স্বামী পরিবারের লোকজনদের সহযোগিতায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়া আসে। কর্ত্যবরত ডাক্তার আমার জখমের চিকিৎসা প্রদানসহ হাসপাতালে ভর্তি করেন।
এই অভিযোগের বিষয়ে বিবাদীদের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে বিবাদীদের ফোন বন্ধ পাওয়া যায়
অভিযোগের বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.