আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি
এসোসিয়েশন অব শ্রীপুর উপজেলা কিন্ডারার্টেন (আশুক) কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রীপুর প্রেস ক্লাবে এসোসিয়েশন অব শ্রীপুর উপজেলা কিন্ডারার্টেন (আশুক) ৮ সদস্য বিশিষ্ট আংশিক
কমিটি ঘোষণা করা হয়।
এতে বি,জি, এম স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবু নাসির মোহাম্মদ জুবায়ের সভাপতি, রফিক রাজু ক্যাডেট একাডেমি (বরমী) পরিচালক আল-আমিন আকন্দ সাধারণ সম্পাদক ভাংনাহাটি পাবলিক স্কুলের প্রতিষ্ঠা ও প্রধান শিক্ষক সেলিম শেখ কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করেন এসোসিয়েশন অব শ্রীপুর উপজেলা কিন্ডারার্টেন (আশুক) আহ্বায়ক আব্দুল মালেক মন্ডল ও সদস্য সচিব ইব্রাহিম খলিল খোকা।
কমিটির অনান্য সদস্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতিঃ রাসেল আকন্দ- প্রতিষ্ঠাতা ও পরিচালক মাতৃছায়া কিন্ডার গার্টেন, সিনিয়র যুগ্ম সম্পাদকঃ নাঈম হাসান রাসেল প্রতিষ্ঠাতা ও পরিচালক রফিকুল ইসলাম মডেল স্কুল, কার্যনির্বাহী
সদস্য মোঃ আবু বকর সিদ্দিক মন্ডল পরিচালক, রফিক রাজু ক্যাডেট একাডেমি (মাওনা), নাসিমা আক্তার রেখা প্রতিষ্ঠাতা ও পরিচালক হলি মডেল একাডেমি, রাকিবুল ইসলাম সিয়াদ- প্রধান শিক্ষক, বরমী আইডিয়াল স্কুল।
Leave a Reply