1. asrafulalamsorkar@gmail.com : asrafulal amsorkar : asrafulal amsorkar
  2. admin@dainiksomoybela.com : somoy312admin :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক এইচএসসি পরীক্ষার্থী তরুণী চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্য শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত  সেনাপ্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর মান্যবর সেক্রেটারি’র সৌজন্য সাক্ষাৎ। নড়াইলে অনলাইন প্রতারণার প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার: মনিপুরে চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ* শ্রীপুরে ভাড়াটিয়ার বাসায় থেকে ল্যাপটপ সহ নগদ টাকা, স্বর্ণালঙ্কার চুরি: জীবন দিয়ে হলেও খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা পালন করব……এস এম জাহাঙ্গীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বহিষ্কার, ভাওয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসাকে ঢাল বানিয়ে জমি ক্রয়ের নামে আত্মসাত ও দখল করে গড়েছেন সম্পদ ও বিলাস বহুল জীবন কাসেমী হুজুর

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি ক্রয়ের নামে আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড়।

এই মাওলানা নূর আহমদ কাসেমী তার এই বিলাস বহুল জীবন যাপনের শুরু হয় নিরীহ মানুষের জমি ক্রয়ের নামে আত্মসাত ও দখল করে হামলা মামলার ভয় দেখিয়ে তিনি গড়েছেন নামে বেনামে বিপুল পরিমাণের সম্পদ। জমির মালিকানা ভুক্তভোগী অধিকাংশের বাড়ী নগরীর ৩০নং ওয়ার্ডে রহমতপুর বাইবাস এলাকায়।

বিভিন্ন মহল ও এলাকার সূত্রে জানা যায় যে এই নূর আহমেদ কাসেমী নিরীহ মানুষকে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে অমানবিক নির্যাতন ও ভয়-ভীতি দেখিয়ে স্ট্যাম্পে সিগনেচার করে নেন এমন একজন ভুক্তভোগী ঘুন্টির মিজানুর রহমানের স্ত্রী শিল্পী আক্তারের কাছে শুনবো তার এই ভয়ানক অপকর্মের কথা।

রবিবার ৮ ডিসেম্বর ২০২৪ তারিখে মিজানুর রহমানের স্ত্রী শিল্পী আক্তার বলেন আমাদের একটি জমি জোরপূর্বক দখল করে রেখেছে ৩৯ শতাংশ জমির মধ্যে বিক্রি করা হয়েছে ২৩ শতাংশ, বাকি আছে ১৬ শতাংশ যা দখলে নিয়ে নিয়েছে, এ জমির দলিল আরওআর সিএস খাজনা খারিজ সবই আছে কিন্তু আমরা বিচার পাইনি কাশেম এর কাছে অনেকবার যাওয়া হয়েছে কোন কথাই সে শোনে না উনি নিজেকে বিশাল বড় কিছু একটা ভাবে সবাই বলে হুজুর আসলেও সে হুজুর না সে একটা ভুয়া মুন্সী এখন এই সরকারের কাছে এবং সেনাবাহিনীর কাছে আমার বিচার আমাদের জমির একটা সুরাহা করে দিন শিল্পীর এমন আকুতি করে বলেন আমরা আর কি করবো করার কিছু নাই ওদের অনেক ক্ষমতা ওদের গুন্ডাবাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ডে আমরা ভয় পাই। আপনাদের কাছে হাতজোড় করে বলতেছি আমাদের সমস্যার সমাধান করে দিন। সাংবাদিকরা আসে কাসেমী টাকা পয়সা দিয়ে সব দাবি রাখে সাংবাদিকদের কাছে দাবি আপনারা সমাজের আয়না দেশের আয়না আপনারা হলুদ সাংবাদিকের মতন কাসেমের কাছে বিক্রি হয়ে যাইয়েন না এটা আমাদের সবার পক্ষ থেকে অনুরোধ রইল। কাসেমী হুজুরের জমি ক্রয়ের নামে আত্মসাত ও দখল মুক্ত করতে বর্তমান সরকার ও সেনাবাহিনীর কাছে বিচার চাই।

এর আগে খলিলুর রহমান সাংবাদিকদের বলেছিলেন জামিয়া কাসেমিয়া মোমেনশাহী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নূর আহমদ কাসেম গত ২৬ অক্টোবর তার কেনা ২৭.৭৪ শতাংশ জমি জোরপূর্বক দখল করে বাউন্ডারি নির্মাণ করেছে। এতে তার আত্মীয়-স্বজনরা বাঁধা দিতে গেলে মাদ্রাসার ছাত্রদের হাতে লাঠি তুলে দিয়ে সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করে এই কাসেম। এ ঘটনায় তিনি (খলিলুর রহমান) আদালতে মামলা দায়ের করে। আদালত একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু কাসেম আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে দেয়াল নির্মাণের কাজ চালিয়ে যায়। তিনি আরও বলেন, আমার বাবা বজলুর রহমানের ৩০ শতাংশ জমিও জোরপূর্বক দখল করে নিয়েছে এই ভূমিখেকো কাসেম।

অপর ভূক্তভোগী বদরুন নাহার বলেন, আমি ১৪ বছর যাবত আমার ক্রয়কৃত ১৩ শতাংশ জমি ভোগদখল করে আসছি, কিন্তু হঠাৎ করে ভূমিদস্যু কাসেম আমার সেই জমি জোরপূর্বক দখল করে নিয়েছে।

আরেক ভূক্তভোগী খালেদা আক্তার হ্যাপী বলেন, আমার ১৬ শতাংশ জমির দলিল সংশোধের কথা বলে প্রতারণার মাধ্যমে লিখে নিয়েছে জামিয়া কাসেমিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা নুর আহমদ কাসেম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
Powered by: Nfly IT